বগুড়ার ডোবায় ২৪০ বস্তা ছেঁড়া টাকা | Ekattor TV
2019-09-24
0
বগুড়ার শাজাহানপুরে রাস্তার পাশের একটি বিলের ডোবা থেকে বিপুল পরিমান কুচি কুচি করে ছেঁড়া টাকা উদ্ধার করেছে পুলিশ।এলাকার লোকজন জানান, সোমবার শেষ রাতে একটি ক্যাভার্ড ভ্যানে করে একদল লোক টাকার টুকরোগুলো এখানে ফেলে রেখে যায়।